শনিবার, ২৩ জুলাই, ২০১৬

সুন্নাত ও বিদয়াত প্রসঙ্গে বিভ্রান্তি নিরসন



সুন্নাত ও বিদয়াত পরস্পর বিরোধী বিষয়। এই বিষয় নিয়ে আমাদের মধ্যে অনেক বিভ্রান্তি রয়েছে। সুন্নাত ও বিদয়াতের প্রকৃত পরিচয় অনুধাবন করতে আমরা অনেকেই ব্যর্থ হচ্ছি। কিন্তু এ বিষয়ে প্রত্যেকের স্বচ্ছ ধারনা থাকা অত্যন্ত জরুরী। নতুবা বিভ্রান্তির বেড়জালে পতিত সম্ভাবনা রয়েছে। সুন্নাত ও বিদয়াতের প্রকৃত পরিচয় জানতে হলে যে কোন একটি সনাক্ত করতে হবে। প্রথমত কাকে সনাক্ত করব? দুটি বিষয়ের মধ্যে মৌলিক বিষয় হলো সুন্নাত। বিদয়াত বুঝতে হলে সর্বপ্রথম সুন্নাতের সংজ্ঞাকে বুঝতে হবে। কেননা রাসূল সাঃ সুন্নাত ও বিদয়াত সংক্রান্ত হাদীসগুলোতে প্রথম সুন্নাতের তারপর বিদয়াতের পরিচয় দিয়েছেন। যেমন রাসূল সাঃ বলেছেন, فَعَلَيكُمْ بِسُنَّتِي وسُنَّةِ الخُلفاء الرَّاشدينَ المهديِّينَ ، عَضُّوا عليها بالنَّواجِذِ ، وإيَّاكُم ومُحْدَثاتِ الأمور ، فإنَّ كُلَّ بِدعَةٍ ضَلالةٌ  “তোমরা আমার সুন্নাত এবং আমার হেদায়াতপ্রাপ্ত খুলাফায়ে রাশেদীনের সুন্নাত আকড়ে ধর। মাড়ির দাত দিয়ে আকড়ে ধর। এবং নতুন উদ্ভাবিত বিষয় থেকে দূরে থাকো। কেননা সকল নতুন বিষয় পথভ্রষ্টতা।” কেউ কেউ বিদয়াতকে বুঝার জন্যে এমন সংকীর্ন পথে পা বাড়িয়েছেন যা থেকে বের হয়ে আসা সম্ভব হয়নি। ফলে এমন কিছু দলীল প্রমানের সাথে সংঘর্ষ বাধিয়েছেন যা সমাজে ফিতনার সৃষ্টি করেছে।

সুন্নাত শব্দটি বিভিন্ন পরিভাষায় পৃথক পৃথক অর্থ হয়। হাদীস বিজ্ঞানীদের পরিভাষায় সুন্নাত হচ্ছে রাসূল সাঃ এর মুখের কথা, কাজ, সমর্থন ও অনুমোদনের বর্ননা। যাকে প্রচলিত ভাষায় হাদীস বলা হয়ে থাকে। ফিকাহ শাস্ত্রের পরিভাষায় সুন্নাত এমন কাজকে বলা হয় যা ফরজ বা ওয়াজীব নয় বটে কিন্তু রাসূল সাঃ তা প্রায়ই করতেন। আর আমাদের আলোচ্য বিষয়ে যে সুন্নাত তার অর্থ হলো নিয়ম পদ্ধতি, রীতি-নীতি। রাসূল সাঃ এর কর্ম নির্দেশ পালনে ও বর্জনে তাঁর প্রদর্শিত পন্থা। অর্থাৎ কোন বিষয় গ্রহন ও বর্জন করার ক্ষেত্রে রাসূল সাঃ কোন পদ্ধতি অবলম্বন করেছেন। আর সেটাই খুলাফায়ে রাশেদীনের আদর্শ। তাই জীবন পরিক্রমায় নতুন কোন বিষয়ের অবতারন হলে পবিত্র সুন্নাহর ছাঁচে ফেলে পরিমাপ করে সিদ্ধান্ত গ্রহন করতে হবে। পরিমাপে উত্তীর্ন হলে গ্রহন নতুবা পরিত্যাগ করতে হবে। পরিমাপে অনুত্তীর্ন বিরোধপূর্ন বিষয়গুলোকেই বলা হয় বিদয়াত। এবার আসুন রাসুল সাঃ নতুন কোন বিষয় সামনে আসলে কিভাবে সিদ্ধান্ত নিতেন হাদীসের আলোকে তা জানার চেষ্টা করি।

বুখারী শরীফের হাদীস “রেফাহ বিন রাফে থেকে বর্নিত তিনি বলেন, আমরা রাসূল সাঃ এর পিছনে নামায পড়তাম। তিরি রুকু থেকে মাথা উঠাবার সময় বলতেন, سمع الله لمن حمده তখন তাঁর পিছনে দাড়ানো একজন সাহাবী বলে উঠল ربنا ولك الحمد حمدا طيبا مباركا فيه নামায শেষ করে রাসূল সাঃ জিজ্ঞাসা করলেন অতিরিক্ত নতুন কথাগুলো কে বলেছে? সাহাবী বলল আমি। রাসূল সাঃ বললেন আমি দেখলাম ত্রিশজন ফেরেশতা প্রতিযোগীতায় লিপ্ত হয়েছে কে আগে সওয়াবগুলো লিখবে?” এ হাদীস থেকে স্পষ্ট বুঝা যাচ্ছে যে, সাহবী অতিরিক্ত যে দোয়াটি পাঠ করেছিলেন তা রাসূল সাঃ এর শেখানো কোন দোয়া ছিল না। সাহাবী নিজ থেকেই তা পড়ে ছিলেন। তাই এটি একটি নতুন কাজ। আর এ বিষয়ে রাসূল সাঃ সাহাবীকে উৎসাহিত করলেন যে, তুমি যে অতিরিক্ত দোয়াটি পাঠ করেছ তার সওয়াব লেখার জন্যে ফেরেশতারা প্রতিযোগীতা করছে। এ কাজটি শরীয়াতের বিরোধী ছিল না। অতএব প্রতীয়মান হচ্ছে যে, এমন নতুন কাজ যা রাসূল সাঃ এর শেখানো পদ্ধতির সাথে সাংঘর্ষিক নয়, বিরোধপূর্ন নয় তা পরিত্যজ্য, প্রত্যাখ্যাত হতে পারে না। বরং তা কল্যানকর এবং বৈধ। এধরনের কিছু আমল হলো মিলাদ কিয়াম, হাত তুলে মুনাজাত, আদব রক্ষা করে বিভিন্ন তরীকায় যিকির আযকার, মুরাকাবা মুশাহাদা ইত্যাদি।

শুধু তাই নয় এ ধরনের উত্তম পদ্ধতি প্রচলনের ব্যাপারে রাসূল স্বয়ং নিজেই উৎসাহিত করেছন। মুসলিম শরীফে এসছে, من سن فى الاسلام سنة حسنة فله اجرها “যে ব্যক্তি ইসলামে উত্তম কিছুর প্রচলন করল সে তার বিনিময়ে সওয়াব পাবে।” হাদীসে বহু প্রমান রয়েছে যে কতিপয় সাহাবী এমন এমন কিছু দোয়া, আমল, যিকির করতেন যা ইতিপূর্বে রাসূল সাঃ করেন নি বা করতে বলেন নি। এগুলো তাঁদের মনের গভীর বিশ্বাস থেকে ভালো মনে হয়েছে তাই করেছেন। পরবর্তীতে রাসূল সাঃ তা অনুমোদনও করেছেন। এ ধরনের ভালো কাজের ব্যাপারে আল্লাহ পাক কুরআনে উৎসাহ দিয়েছেন। যেমন আল্লাহ বলেন, وَافْعَلُوا الْخَيْرَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ  “তোমরা ভালো কাজ করলে সম্ভবত সফলকাম হবে।”

বিদয়াত হলো ঐ সকল নতুন কাজ যা মানুষকে অকল্যান, গোমরাহী ও পথভ্রষ্টতার দিকে নিয়ে যায়। বিদয়াত আকীদাগত ও আমলগত উভয় প্রকারের হতে পারে। আকীদাগত বিদয়াত মু’মিনের ঈমানকে নষ্ট করে দেয়। যেমন, খারেজী, রাফেজী, মু’তাজিলা, কাদিয়ানী, শিয়া এবং কট্টরপন্থী লা মাজহাবী। আমলগত বিদয়াত আমলের সৌন্দর্যকে বিনষ্ট করে। তাই আকীদাগত বিদয়াত থেকে অবশ্যই সাবধান থাকতে হবে। এ ধরনের কতিপয় বিদয়াত হলো আল্লাহকে দৈহিক আকৃতিতে বিশ্বাস করা, নবী রাসূলগন কবরে জীবিত তা অস্বীকার করা, রাসূল রওজা শরীফ জিয়ারত করাকে অপ্রয়োজনীয় জ্ঞান করা, তাকলীদ ও তাসাউফকে কুফুরী মনে করা, কবরকে সেজদা করা ইত্যাদি। আল্লাহ আমাদেরকে বিদয়াত থেকে হেফাজত করুন। আমীন।

বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬

শানে রেসালাত প্রেক্ষিত রাসূল সাঃ এর মর্যাদা



আল্লাহ পাক পৃখিবীতে যত নবী রাসূল প্রেরন করেছিলেন তাদের মধ্যে কাউকে কোন একটি দেশের জন্যে আবার কেউ কোন একটি সম্প্রদায়ের জন্য হিদায়াতের দায়িত্ব সহ প্রেরিত হয়েছেন। কিন্তু মুহাম্মদ সাঃকে সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা, সতর্ককারী, আল্লাহর দিকে আহবানকারী এবং উজ্জল আলোরুপে প্রেরন করেছিলেন। এবং তাঁকে দান সীমাহীন মর্যাদা। আল্লাহ তায়ালা কুরআনুল কারীমে নিজের প্রশংসা করতে গিয়ে এমন কিছু গুনবাচক নাম বর্ননা করেছেন যেগুলো রাসূল সাঃ এর প্রশংসা করতে গিয়ে ব্যবহার করা যায়। যেমন আল্লাহ বলেন, هُوَ الْأَوَّلُ وَالْآخِرُ وَالظَّاهِرُ وَالْبَاطِنُ “তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য।” ওহীয়ে মাতলু এবং ওহীয়ে গাইরে মাতলু উভয় প্রকারের ওহীর মাধ্যমেই আল্লাহ পাক তাঁর প্রিয় হাবীব সাঃ এর শানে উল্লেখিত নামগুলো বর্ননা করেছেন।

রাসূল সাঃকে الاول প্রথম বলা হয় কেননা আল্লাহ পাক আসমান যমীনে যা কিছু আছে সকল কিছুর পূর্বে রাসূল সাঃকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন। মাদারিজুন নুবুয়্যাত কিতাবের মধ্যে এসছে, রাসূল সাঃ বলেছেন, اول ما خلق الله نورى “আল্লাহ পাক সর্ব আমার নূর সৃষ্টি করেছেন।”  আল্লাহ তায়ালা আদম আঃ থেকে সমুদয় রুহকে বের করে যখন ঘোষনা দিয়েছিলন أَلَسْتُ بِرَبِّكُمْ “আমি কি তোমাদের রব নই।” তখন بَلَى বলে যিনি সর্বপ্রথম স্বীকৃতি দিয়েছেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাঃ। শুধু তাই নয় সর্বপ্রথম তাঁকেই নুবুয়্যাত দান করা হয়েছে। দালায়েলুন নুবুয়্যাত কিতাবের মধ্যে এসছে, রাসূল সাঃ বলেছেন, إني عبد الله وخاتم النبيين وإن آدم لمنجدل في طينته “নিশ্চই আমি আল্লাহ বান্দা শেষ নবী তখনও নবী যখন আদম ধুলোর মাটিতে মিশেছিল।” প্রশ্ন হতে পারে যে নুবুয়্যাত তো একটি গুন। এই গুনে যিনি গুনান্বিত হবেন তাঁর বিদ্যমান থাকা জরুরী। এছাড়া নবুয়াতের জন্য চল্লিশ বছর নির্ধারিত। এমতাবস্থায় রাসূল সাঃ প্রেরিত হওয়ার পূর্বেই কিরুপে নবী মনোনীত হয়ে গেলেন? তখন তো তিনি জন্মগ্রহনও করেন নি এবং প্রেরিতও হন নি। উত্তরে বলা যায় আল্লাহ তায়ালা দেহ সৃষ্টি করার পূর্বে রুহ সৃষ্টি করেছেন। তাই উল্লেখিত হাদীসে নবী কারীম সাঃ এর পবিত্র রুহ অথবা হাকীকত তথা স্বরুপের দিকে ইশারা হতে পারে। আল্লাহ তায়ালা সকল স্বরুপ “আসল” তথা আদিকালে সৃষ্টি করে রেখেছেন। তিনি যখন ইচ্ছা করেন এ সকল স্বরুপের মধ্য থেকে কোন একটিকে অস্তিত্ব জগতে আনয়ন করেন। এসব স্বরুপের সমাগ্রিক উপলব্দি করতে আমরা অক্ষম। তবে যাকে ইচ্ছা আল্লাহ সে নেয়ামত দান করেন তার কথা ভিন্ন। নবী কারীম সাঃ এর পবিত্র স্বরুপ আদম সৃষ্টির পূর্বেই আল্লাহ তায়ালা সৃষ্টি করেছেন। এবং তাকে নুবুয়াতের গুনে ভুষিত করেছেন। তাই তিনি তখনই নবী হয়ে যান।

আল্লাহ পাক সকল নবী রাসূলদের নিকট থেকে মুহাম্মদ সাঃ নুবুয়্যাতের উপর স্বীকৃতি নিয়েছেন। তাই তিনি নবীদের নবী। যেমন আল্লাহ বলেন, وَإِذْ أَخَذْنَا مِنَ النَّبِيِّينَ مِيثَاقَهُمْ “স্মরন করুন যখন আমি নবীগনের কাছ থেকে তাদের অঙ্গীকার গ্রহন করলাম।” সকল নবীগন উনার ইমামতিতে সালাত আদায় করেছেন তাই তিনি “ইমামুল আম্বীয়া”। এবং উনার মাধ্যমেই নবুয়াতের ধারাকে সমাপ্ত করেছেন। শুধু তাই নয় আল্লাহ পাক অন্যান্য নবীদেরকে নাম ধরে সম্বোধন করলেও রাসূল সাঃকে নাম ধরে তথা ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই। তিনি কুরআনে রাসূল সাঃকে  ইয়া আয়্যুহাল মুযযাম্মিল, ইয়া আয়্যুহাল মুদ্দাসসির, ইয়া আয়্যুহান নাবিয়্যু বলে সম্বোধন করেছেন।

সর্বপরি বলতে হয় আল্লাহ পাক বান্দার জন্য তাঁর প্রতি মুহাব্বতের নিদর্শন হিসেবে রাসূল সাঃ এর মুহাব্বত ও অনুসরনকেই শর্ত মনোনীত করে রাসূল সাঃ মর্যাদাকে সমুন্নত করেছেন। অতএব আমাদের প্রার্থনা তিনি অন্তরে রাসূল সাঃ এর ভালোবাসা সৃষ্টি করে দেন। আমীন

মঙ্গলবার, ১৯ জুলাই, ২০১৬

Terrorism is not supported by Islam.


Islam is a universal religion. Muhammad (peace be upon him) has been sent as a mercy to the worlds. The motto of Islam is equality and tolerance. The freedom of expression is the beauty of Islam.
Islam has not been preached by any type of terrorist activity. Islam has attracted human being to its truth and lamplight. Muslims have been faced with some war. But the war intended was not to force anyone to be Muslim. It is a systematic approach in the interests of national peace and security. There is no analogy in the earth people who have fought to save their state securities. So there is no chance to say these militant activities are illegal.
The militancy is the important world's agenda. Some of the militant group is conducting illegal terrorist activities in the name of Jihad that is not supported by Islam. This is completely invented their own thoughts and the harvest of distorted mentality. Islam is not being established in this way. Terrorism is the great sin in Islam. Prophet Muhammad said المسلم من سلم المسلمون من لسانه ويده "true Muslim is the person whose face and hands other Muslims are safe from."

Jihad is a very important worship in Islam. It is directed by systematic methods. It is the president responsibility in the Muslim state to call Jihad.  Almost all countries of the world, democracy are being practiced. There is no Muslim caliph in the world to taking the initiative of jihad. In this circumstance who will direct jihad? Terrorist organization’s all activities in the name of Islam are illegal. Islam is not giving right particularly any single organization to call Jihad with weapons.  So it is clear as sunlight terrorism and emphasis are not places in Islam.

বুধবার, ১৩ জুলাই, ২০১৬

ইসলাম কি সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে প্রচারিত?


ইসলাম এক সার্বজনীন ধর্ম। রাসূল সাঃকে পাঠানো হয়েছে সমগ্র বিশ্বজগতের রহমত স্বরুপ। ইসলামের মূলমন্ত্র হলো সাম্য, সহিষ্ণুতা এবং সৌভ্রাতৃত্ব। সাম্যের চিরন্তন বানী হলো ইসলামের শ্রেষ্ঠতম বৈশিষ্ট্য। সৌভ্রাতৃত্বের অন্তরঙ্গ আবেদন এর প্রাণস্বরুপ। স্বাধীনভাবে মতপ্রকাশের অধিকার ইসলামের সৌন্দর্য।

ইসলাম ধর্ম কোন প্রকার ভয় ভীতি প্রদর্শন তথা সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে প্রচারিত হয় নি। অমানিশার অন্ধকারে যেমন পতঙ্গরাজি কোন অজানিত টানে প্রজ্জলিত দীপালোকের দিকে ছুটে আসে, তেমনি সত্য-সনাতন ইসলামের জ্যেতি ও উদারতা ধর্মান্বেষী মানব মাত্রেই প্রানকে আকৃষ্ট করতে সমর্থ হয়েছিল। ঘটনাচক্রের আর্বতনে মুসলমানগণকে বহু যুদ্ধবিগ্রহের সম্মুখীন হতে হয়েছে। কিন্তু এটা স্থির নিশ্চিত যে, কাউকেও বলপূর্বক মুসলমান করা এই সমস্ত যুদ্ধ বিগ্রহের উদ্দেশ্যে মোটেই ছিল না। এই যুদ্ধবিগ্রহকে সন্ত্রাসী কর্মকান্ড বা অবৈধ জঙ্গী তৎপরতা বলার কোন সুযোগ নেই। এটি রাষ্ট্রীয় শান্তি ও নিরাপত্তা বিধানের স্বার্থে নিয়মতান্ত্রিক গৃহিত পদক্ষেপ। ধরাপৃষ্ঠে এমন কোন জাতির উপমা নেই যারা রাষ্ট্রীয় জীবন রক্ষা করতে যুদ্ধবিগ্রহে লিপ্ত হয় নি অথবা অন্ততঃপক্ষে যুদ্ধবিগ্রহ সমর্থন করে না। ইসলামে যুদ্ধ তথা জিহাদের নীতিমালা স্থান পাওয়ার কারন এটি পরিপূর্ন ধর্ম। আল্লাহ বলেন, الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ “আজ আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ন করে দিলাম।” তাই মানব জীবনে যত রকম অবস্থার সম্মুখীন হতে পারে তৎসমুদয়ের সুস্পষ্ট ব্যবস্থাই ইসলামে রয়েছে।

বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচ্য বিষয় হলো জঙ্গীবাদ। কতিপয় জঙ্গী সংগঠন ইসলাম প্রতিষ্ঠার ধোঁয়া তুলে জিহাদের নামে যে অবৈধ সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে তা ইসলাম সমর্থিত নয়। এটি সম্পূর্ন তাদের নিজস্ব চিন্তা চেতনা এবং বিকৃত মানসিকতার উদ্ভাবিত ফসল। যা দেশ ও জাতির নিরাপত্তাকে বিঘিœত করছে। এই পদ্ধতিতে কর্ষিকালেও ইসলাম প্রতিষ্ঠিত হতে পারে না। কেননা ইসলামে সন্ত্রাস মহাপাপ। পিতা পুত্র, স্বামী স্ত্রী, মালিক ভৃত্য, এবং মুসলমানদের পারস্পরিক সম্পর্ক ও কর্তব্য বিষয়ে ইসলামের নির্দেশনা প্রমান করে সন্ত্রাসমুক্ত বিশ্ব শান্তি  প্রতিষ্ঠা ও তা বজায় রাখাই এ সকল বিধি বিধানের মৌলিক উদ্দেশ্য। রাসূল সাঃ বলেছেন, المسلم من سلم المسلمون من لسانه ويده “প্রকৃত মুসলিম সেই ব্যক্তি যার মুখ ও হাত থেকে অপর মুসলমান নিরাপদ।” এ রকম মহান আদর্শ দিয়েই রাসূল সাঃ ইসলাম প্রতিষ্ঠা করেছেন।

জেনে রাখা প্রয়োজন জিহাদ ইসলামের একটি গুরুত্বপূর্ন ইবাদত। এটি নিয়ম তান্ত্রিক পদ্ধতি মুতাবেক পরিচালিত হয়। জিহাদের উদ্যোগ নেয়ার দায়িত্ব ইমামুল মুসলিমীন তথা মুসলিম খেলাফতের খলীফা বা রাষ্ট্রপ্রধান। বর্তমান পৃথিবীতে প্রায় সকল রাষ্ট্রেই গনতন্ত্রের চর্চা হচ্ছে। ইসলামের খেলাফত তন্ত্র ধরাপৃষ্ঠের কোথাও অবশিষ্ট নেই। বিধায় জিহাদের উদ্যোগ নেয়ার মত কোন খলীফা বা রাষ্ট্রপ্রধান নেই। এমতবস্থায় জিহাদ পরিচালনা করবে কে? তাই যে সকল সংগঠন জিহাদের নামে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে তা সম্পূর্নরুপে অবৈধ। কোন একক সংগঠনের অস্ত্রের মাধ্যমে জিহাদ পরিচালনা করার অধিকার ইসলাম দেয় নাই। কারন রাসূল সাঃ মক্কী জীবনে একটি যুদ্ধও পরিচালনা করেন নি। সকল যুদ্ধ মদীনার রাষ্ট্র গঠন করার পরে সংগঠিত হয়।

তদুপরি স্বচ্ছ ধারনার অভাবে কেউ কেউ রাসূল সাঃ এর পরিচালিত কিছু যুদ্ধ নিয়ে সমালোচনায় লিপ্ত হন। তেমনি একটি হলো বনু মুস্তালিকের যুদ্ধ। তাদের প্রশ্ন রাসূল সাঃ কেমন করে বনু মুস্তালিকের উপর অতর্কিত হামলা করে তাদের সকল যোদ্ধাসহ পুরুষদেরকে হত্যা করে ফেললেন। এটা কি সন্ত্রাসী হামলা নয়? উত্তরে বলা যায় ইসলামের জিহাদের নিয়মতান্ত্রিক পদ্ধতি হলো মুসলিম বাহিনীর বিপক্ষে কোন শক্তি যদি অস্ত্রধারন করতে ইচ্ছা পোষন করে তাহলে প্রথমত তাদেরকে ইসলামের দাওয়াত দিবে। যদি তারা সেই দাওয়াত প্রত্যাখ্যান করে তাদের সিদ্ধান্তে অটল থাকলে দ্বিতীয়ত কর প্রদান করত মুসলামানদের সাথে চুক্তি করতে আহবান করা হবে। যদি তাতেও সম্মত না  হয়ে শক্তি পরীক্ষায় অবতীর্ন হতে চায় তখন তাদের সাথে যুদ্ধ করা হবে। আল্লাহ বলেন, فَإِنْ قَاتَلُوكُمْ فَاقْتُلُوهُمْ “যদি তারা তোমাদের সাথে যুদ্ধ করে তোমরাও তাদের সাথে যুদ্ধ করো।” বনু মুস্তালিকের ক্ষেত্রে তার ব্যতিক্রম হয়নি। তাদের কাছে পূবেই ইসলামের সকল দাওয়াত পৌছে গিয়েছিল। রাসূল সাঃ জানতে পারেন হারিছ ইবনে আবূ যিরারের নেতৃত্বে বনূ মুস্তালিক গোত্র মুসলমানদের দাওয়াত অস্বীকার করে যুদ্ধ করার জন্যে প্রস্তুতি নিচ্ছে। তাই রাসূল সাঃ ৫ম হিজরী সনে ০২ শাবান ৭০০ সাহাবী নিয়ে বনূ মুস্তালিকের অভিমুখে রওয়ানা হয়ে অতর্কিত হামলা করার নির্দেশ করেন তাতে তাদের সকল ব্যাক্তি নিহত হয়। তাই এই আক্রমনকে সন্ত্রাসী হামলা বলার কোন সূযোগ নেই।

ইসলামের তাত্ত্বিক দর্শন এবং এর ব্যবহারিক ও প্রায়োগিক দিকে দৃষ্টিপাত করলে এ কথা সূর্যালোকের মতো সুস্পষ্ট যে, ইসলামী জীবন ব্যবস্থায় সন্ত্রাস, ভীতি প্রদর্শন ও জোর জবরদস্তীর কোন স্থান নেই। যার প্রমান মিলে স্বামী বিবেকানন্দের লেখনীতে। তিনি লিখেন, “[ভারতে] মুসলিম শাসনের নিকট আমরা ঋনী। মুসলিম শাসন এসেছিল এক মহান আর্শীবাদ রুপে। কোন কোন গোষ্ঠীর উপভোগকৃত সুযোগ সুবিধার ধ্বংসকারীরুপে। [ভারতের] দরিদ্র এবং দলিতদের মুক্তিবার্তা নিয়েই মুসলমানদের ভারত বিজয় সংঘটিত হয়েছিল। এ কারনেই ভারতের এক পঞ্চমাংশ জনসমষ্টি মুসলমান হয়ে গিয়েছিলেন। তরবারীর ভুমিকা এক্ষেত্রে ছিল গৌণ। কেউ যদি বলেন এ জন্য দায়ী তরবারী এবং আক্রমন তাহলে তা হবে মস্ত পাগলামী।”