সকল কিছুই দুই প্রান্ত বিশিষ্ট। এই দুই প্রান্তের উভয়টিই মন্দ। একেবারে মধ্যখানে চুলের মত সূক্ষ্ম একটি পথ আছে। যাকে আরবীতে সিরাতুল মুস্তাকীম বলে। এটি পরকালের পুলসিরাতের মত সূক্ষ্ম ও তীক্ষèধার বিশিষ্ট। আল্লাহ বলেন, وَالَّذِينَ إِذَا أَنْفَقُوا لَمْ يُسْرِفُوا وَلَمْ يَقْتُرُوا وَكَانَ بَيْنَ ذَلِكَ قَوَامًا “আর যখন তারা ব্যয় করে তখন তারা অপব্যয় করে না, কার্পন্য করে না বরং তারা আছে দুইয়ের মাঝে। যে ব্যাক্তি ইহকালে সিরাতুল মুস্তাকীম অনুযায়ী সহজ, সরল ও মধ্যম পন্থায় চলতে অভ্যাস করেছেন তিনি পরকালে নির্ভয়ে পুলসিরাত অতিক্রম করতে পারবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন