enayat ullah abbasi
“হে ইসলামী প্রভা”
“হে ইসলামী প্রভা”
মু. মুজিবুর রহমান
ইসলাম আমার জীবন মরন
ইসলাম আমার সুভা
মানষ পটে ভেসে উঠে
যখন তোমার ছবি
মুসলমানের এই ক্রান্তিকালে
তুমি উষার রবি।
হে এনায়েত উল্লাহ আব্বাসী
জৈনপুরী পীর
মান মর্যাদায় শ্রেষ্ঠ তুমি
শ্রেষ্ঠ তোমার শির।
কারামত আলী জৈনপুরী
তুমি তাঁর উত্তরসূরী,
তুমি তাঁর প্রতিধ্বনী,
তুমি এলমের খনী,
তাই তো মোরা তোমার কাছে
সর্বদাই ঋনী।
তোমার দিকে যখন আমি
নজর করে চাই
তোমার মাঝে তখন আমি
আলোর পরশ পাই।
আলোর মাঝে আলো তুমি
অন্ধকারে জ্বালো
সত্যি করে বলি আমি
তোমায় লাগে অনেক ভালো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন